g ‘এক শ জন মমতা এলেও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে পারবেন না’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৪ই নভেম্বর, ২০১৭ ইং ৩০শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

‘এক শ জন মমতা এলেও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে পারবেন না’

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১২, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ক্ষমতাসীন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল সিনহা বলেছেন, ‘ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থাকতে এক শ জন মমতা এলেও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে পারবে না। ‘ তিনি গত শুক্রবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দলীয় এক সমাবেশে ওই মন্তব্য করেন।

সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাদের মর্যাদাসম্পন্ন নাগরিক করতে চাই, ভোটার বানাতে চাই না। ‘

তিনি বলেন, ‘এ রাজ্য হিন্দু-মুসলিম-শিখ-খ্রিষ্টান সকলের কিন্তু এখানে বিভিন্ন ধর্ম নিয়ে আলাদা আলাদা লোকাচার করা হচ্ছে। এ জিনিস বরদাশত করা যায় না। ‘

রাহুল সিনহা মুসলিমদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতার হিজাব পরা নিয়েও তীব্র কটাক্ষ করেন।

রাহুল সিনহা বলেন, ‘হয় আপনি হিজাব পরে আছেন, নয়তো বোরখা পরে আছেন, অথবা হাত তুলে আল্লাহকে ডাকছেন অথবা নামাজ পড়ার তামাশা করছেন। ‘

তিনি বলেন, ‘এখানে যদি কোনো মুসলিম থেকে থাকেন তাহলে বুকে হাত দিয়ে বলুন, হিন্দু হয়ে কেউ মুসলিম সাজার নাটক করলে আল্লাহ তার কী শাস্তি বিধান করবেন?’

তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় তার ভাষণে প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে।

পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘কলকাতায় মিটিং-মিছিল করতে দেওয়া হচ্ছে না। কিন্তু রোহিঙ্গাদের নাগরিকত্বের জন্য মিছিল হচ্ছে। পুলিশ নিরাপত্তা দিচ্ছে।
দেখে লজ্জা হয়! মদ খেয়ে মারা গেলে এখানে দুই লাখ টাকা দেয়া হয়। হজ করলে ১০ লাখ টাকা। কী ধরনের তোষণ এটা? দুর্গাপুজোর বিসর্জনে সমস্যা, সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা কি এই বাংলাই চেয়েছিলাম?’

রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘দুর্নীতি’ ও ‘গণতন্ত্র হত্যা’র অভিযোগে বিজেপির পক্ষ থেকে আজ প্রতিবাদ সমাবেশ করা হয়।

এতে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গিয়সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, রাজ্যের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা পার্থ চট্টোপাধ্যায় সাবেক তৃণমূল নেতা মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়া ও তার সাম্প্রতিক মন্তব্যকে কৌতুক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, গতকাল পর্যন্ত যিনি একরকম কথা বলেছেন, আজ তিনি অন্য কথা বলছেন। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়াকে তিনি ‘ডিগবাজি’ বলে কটাক্ষ করেন।

এ জাতীয় আরও খবর