অনলাইন ডেস্ক : নতুন এক গবেষণায় বলা হয়েছে, নারীদের যৌন আকাঙ্ক্ষা দীর্ঘকাল পর্যন্ত সক্রিয় থাকে। সত্তর বছর বয়সেও নারীরা পুরুষকে কাছে পেতে চান। গবেষণায় বলা হয়, ৬৫-৭৯ বছর বয়সী নারীদের হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসফাংসন (এইচএসডিডি) দেখা যায়। সাধারণত এইচএসডিডি বিবাহিত নারীদের জীবনে দেখা যায়। কিন্তু যারা বিবাহিত নন এবং যৌনকর্ম করতে ইচ্ছাবোধ করেন, তারা আকাঙ্ক্ষার অভাবে মানসিক চাপে থাকতে পারেন।
‘মেনোপজ’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে ১৫০০ নারী তাদের যৌন জীবন এবং যৌন সমস্যা নিয়ে কথা বলেন। এ দলের ৫২.৬ শতাংশ ৭১ বছর বয়সী নারী যারা বিবাহিত। তাদের ৮৮ শতাংশই যৌন অনাকাঙ্ক্ষায় ভুগছেন। এদের ১৫.৫ শতাংশ ব্যক্তিগত যৌন জীবনে বিভিন্ন সমস্যায় জর্জরিত। আর ১৩.৬ শতাংশের রয়েছে এইচএসডিটি। শেষ দলটি যৌন অনাকাঙ্ক্ষা এবং সমস্যার সম্মুখীন।
এ ছাড়া অন্যান্য কিছু শর্তের ভিত্তিতেও অবস্থা বিবেচনা করা হয়। যেমন, গত মাসে সেক্সের সময় যৌনাঙ্গের শুষ্কতা, বিষণ্ন মানসিকতা এবং পেলভিক ফ্লোরে সমস্যা ইত্যাদি।
নর্থ আমেরিকান মেডিক্যাল সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর জোঅ্যান পিঙ্কার্টন জানান, এই গবেষণার মাধ্যম স্বাস্থ্য বিষেশজ্ঞদের রোগীদের সঙ্গে খোলামেলা আলোচনায় উৎসাহিত করা হয়েছে। এই বয়সী নারীদের ইচ্ছাশক্তি, মেজাজ, যৌনাঙ্গের শুষ্কতা এবং পেলভিক ফ্লোর বিষয়ে আলোচনা করতে বলা হয়। তাদের যৌন আকাঙ্ক্ষা এ বিষয়গুলো কিভাবে নেতিবাচক ভূমিকা রাখছে তা পর্যবেক্ষণ করা উচিত। সূত্র : হিন্দুস্তান টাইমস