নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলায় ঘটনায় স্থানীয় প্রশাসনের দুর্বলতা দায়ী বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বুধবার দুপুরে রাজধানীতে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফেইসবুকে ছবি আপলোড হওয়ার পর উত্তেজিত পরিস্থিতিতে দুটি সংগঠনকে সভা করতে দেয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বসতবাড়িতে হামলার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন, হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান ঐক্য পরিষদ ও নাগরিক কমিটির ব্যানারে আলাদা ৩টি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়।
এ হামলার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষে থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে নাসিরনগরের হিন্দু পাড়ার হামলা পূর্ব পরিকল্পিত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান এনামুল হক চৌধুরী।
হামলার ঘটনায় এ নিয়ে ৪টি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
এদিকে, ঘটনার ৪দিন পরও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। র্যাব-পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের দোহাই দিয়ে রোববার উপজেলা আহলে সুন্নাত ওয়ালে জামাত ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হিন্দুপাড়ায় হামলা চালিয়ে ১০টি মন্দির ও শতাধিক বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করে।
দেশ টিভি অনলাইন