বিনোদন ডেস্ক : সমসাময়িক অনেকেই ছোটপর্দা থেকে বড়পর্দায় নিয়মিত হলেও এখনো ছোটপর্দাতেই নিয়মিত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারের এতগুলো বছরে কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি। কিন্তু বড়পর্দা থেকে এই সরে থাকা কেন? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় নিয়ে আমার কোনো তাড়াহুড়ো ছিল না।
চিত্রনায়িকা পরিচয়ের পেছনে আমি কখনো ছুটিনি। তবে হ্যাঁ, চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন দেখি। এতদিন সেই স্বপ্ন পূরণের সুযোগ অনেক এলেও ইন্ডাস্ট্রির সার্বিক পরিস্থিতি ইতিবাচক ছিল না। কিন্তু এখন আমাদের চলচ্চিত্রের অবস্থা অনেক ভালো। পছন্দ মতো গল্প পেলে এখন কাজ করতে চাই। এখন আমি চলচ্চিত্রের জন্য প্রস্তুত।’
সম্প্রতি কয়েকটি নাটকের কাজ শেষ করলেন তিনি। এরমধ্যে দুটি নাটক ভিন্ন দুটি চ্যানেলে প্রচার হয়েছে। নাটকে অভিনয় ও এখন গল্পের মানের প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘নাটকে গত্বাঁধা কাজ করতে এখন চাই না। দেখা যায় একই গল্প ঘুরে ফিরে আসছে। সেগুলো থেকে একটু মৌলিক কিছু পেলেই নাটকের কাজ করছি। আর গল্পের মান খুব একটা খারাপ যে সেটা বলবো না। আসলে এখন পরিমাণ অনেক বেড়ে গেছে। তাই এরমধ্যে পছন্দ করার জায়গাটাও বেড়ে গেছে।’