৫ই নভেম্বর, ২০১৬ ইং, শনিবার ২১শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


নতুন জুতো পরে পায়ে ফোস্কা, আটকাবেন কীভাবে?


Amaderbrahmanbaria.com : - ৩১.১০.২০১৬

লাইফস্টাইল ডেস্ক :নতুন জুতো কিনেছেন কিন্তু সেই নতুন জুতো পরে হাঁটলেই পায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। কি করবেন ভাবছেন? ফোস্কা নিয়ে তো আর বাসায় বসে থাকা যায় না। নতুন জুতো পরেও পায়ে ফোস্কা পড়া আটকাবেন কীভাবে? কয়েকটা সহজ উপায় অবলম্বন করলেই মুশকিল আসান। তেমন কিছু উপায় দেওয়া হলো—

* পায়ের ফোস্কা একদম ফাটিয়ে দেওয়া উচিত নয়। কোনও কারণে গলে গেলে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগিয়ে ক্ষতস্থান ঢেকে রাখতে হবে।

* ফোস্কার জায়গাটিতে দিনে অন্তত তিনবার মধু লাগান। এতে ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

* সামান্য পানিতে আটা গুলে নিয়ে, খানিকটা থকথকে অবস্থায় ফোস্‌কার উপর লাগান। দেখবেন খুব তাড়াতাড়ি ফোস্কার দাগ মিলিয়ে গিয়েছে।

* অ্যালোভেরা জেল ক্ষত স্থানে লাগান। এতে ফোস্কা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

* নতুন জুতো পরার আগে পায়ে সরিষার তেল বা নারিকেল তেল মেখে নিন।

* জুতোর যে জায়গাগুলো পায়ে ঘষা লেগে ফোস্কা পড়ে, সেই জায়গাগুলোতে টেপ দিয়ে স্পঞ্জ লাগিয়ে দিন।

* নিজের কাছে আগে থেকেই ব্যান্ডেজ রেখে দিন।

* জুতোর যে জায়গাগুলো পায়ে লাগে, সেখানে ভেসলিন লাগিয়ে রাখুন। এতে জুতোর ওই স্থানগুলো খানিকটা নরম হবে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close