৩১শে অক্টোবর, ২০১৬ ইং, সোমবার ১৬ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


১৫ রেঞ্জার্সের মৃত্যু: ভারতের দাবি পাকিস্তানের প্রত্যাখান


Amaderbrahmanbaria.com : - ২৯.১০.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দাবি, গত কয়েকদিন ধরেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের বিভিন্ন সেক্টরে হামলা চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। পাক সেনাকে এসব হামলায় সহযোগিতা করছে রেঞ্জার্সরাও। এজন্য পাকিস্তানের ১৫ জন রেঞ্জার্সকে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এ দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।

বিএসএফের অতিরিক্ত ডিজি অরুণ কুমারের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হামলায় পাকিস্তান সেনাবাহিনী যে অস্ত্র ব্যবহার করছে, তাতে রেঞ্জার্সদের যোগসাজশ স্পষ্ট। জম্মু-কাশ্মীরের কাঠুয়া, পুঞ্চ আর রাজৌরি জেলায় আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর যে সেনা চৌকিগুলি রয়েছে, গত কাল রাত থেকে আজ রাত পর্যন্ত সেখানে অজস্র বার মর্টার হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। তার জবাব দিচ্ছে ভারতও। এরইমধ্যে বিএসএফের হামলায় ১৫ জন পাক রেঞ্জার্সের মৃত্যুর হয়েছে।

অরুণ কুমারের বক্তব্য, ২১ অক্টোবর কনস্টেবল গুরনাম সিংহের মৃত্যুর পর থেকেই একের পর এক পাক চেকপোস্টে হামলা চালিয়েছি আমরা। যাতে অন্তত ১৫ জন রেঞ্জার্সের মৃত্যু হয়েছে। পাকিস্তানের রেঞ্জার্স প্রকাশ্যে সেই ক্ষতি দেখাতে ভয় পাচ্ছে। কাল রাতেই ওদের বেশ কয়েকটি অবজারভেশন পোস্ট ধ্বংস করেছে আমাদের বাহিনী।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close