৩১শে অক্টোবর, ২০১৬ ইং, সোমবার ১৬ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


হিলারির ইমেইল আবারও তদন্ত করছে এফবিআই


Amaderbrahmanbaria.com : - ২৯.১০.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোমোক্রাট প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পাঠানো কয়েকটি ইমেইল বার্তা আবারও তদন্ত শুরু করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সম্প্রতি সংস্থাটির পরিচালক জেমস কোমি কংগ্রেসকে এ তথ্য জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

সাবেক কংগ্রেসম্যান ও ক্লিনটনের সহযোগী হুমা আবেদিনের সাবেক স্বামী অ্যানথনি ওয়েনারকে পাঠানো মেইলগুলো তদন্ত করতে গিয়ে সম্প্রতি বিষয়টি জনসম্মুখে আসে।

এফবিআই’র পরিচালক জেমস কোমি জানিয়েছেন, ‘তদন্তকারীরা হিলারির মেইলগুলোতে কোনও বিশেষ তথ্য আছে বা কোনও বিশেষ বার্তা বহন করে কিনা তা খতিয়ে দেখছেন। এফবিআই ইতোমধ্যে ডেমোক্রাট প্রার্থীর ব্যক্তিগত ইমেইল সার্ভারে বেশ কিছু স্পর্শকাতর তথ্য পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘মিসেস আবেদিন ও মিস্টার ওয়েনারের কাছ থেকে এফবিআই একটি ডিভাইস আটক করেছে। যেটাতে দেখা যাচ্ছে মিস্টার ওয়েনার নর্থ ক্যারোলাইনার এক ১৫ বছর বয়সী কিশোরীর কাছে যৌন হয়রানীমূলক বার্তা পাঠিয়েছেন।’

নির্বাচনের জরিপএফবিআই’র প্রধান কংগ্রেসের কাছে পাঠানো একটি চিঠিতে উল্লেখ করেছেন, ‘তদন্তকারীরা ইমেইলগুলোর সন্ধান পেয়েছে। তবে আমি এখনও ধারণা করতে পারছি না যে এ মেইলগুলো গুরুত্বপূর্ণ কিনা। আর এটাও বলা সম্ভব হচ্ছে না যে এই অতিরিক্ত কাজগুলো শেষ করতে ঠিক কত সময় লাগতে পারে।’

গত জুলাই মাসে কোমি জানিয়েছিলেন, ‘২০০৯-১৩ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারি ক্লিনটন অসতর্কভাবে বেশ কিছু গোপন তথ্য আদান প্রদান করেন। যা অপরাধমূলক কাজ। মূলত ফেডারেলের আইন ভঙ্গ করে নিজের ইমেইল সার্ভার ব্যবহার করে হিলারি এসব কাজ করেছিলেন।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close