লোক দেখানো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন না করে, সবার মতামত নেয়ার পরামর্শ দিয়েছেন, সাবেক সিইসি এটিএম শামসুল হুদা বলেন, সবার মতামত না নিলে, কমিশন গ্রহণযোগ্য হবে না।
শনিবার সকালে রাজধানীর বিএফডিসি মিলনায়তনে, সুষ্ঠু নির্বাচন বিষয়ক পার্লামেন্ট বির্তক অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। এতে বিজিএমইএ ইউনিভার্সিটি সরকারি দল ও এবং প্রাইমেশিয়া ইউনিভার্সিটি বিরোধী দল হিসেবে বিতর্কে অংশ নেয়।
এটিএম শামসুল হুদা বলেন, সবার মতামত ছাড়া নির্বাচন কমিশন গঠন করা হলে, তার ওপর সব রাজনৈতিক দলের আস্থা থাকবে না এবং তারা নির্বাচনে অংশ নেবে না।
আমাদের সময়.কম