ডেস্ক রিপোর্ট : মাদক পাচারের অভিযোগে ইন্দোনেশিয়ায় দুই মালয়েশিয়ান নাগরিককে আটক করা হয়েছে।
দেশটির পর্যটন দ্বীপ বালির গুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শুক্রবার তাদের লাগেজ স্ক্যান করে ৭০.৬৭ গ্রাম মারিজুয়ানা (গাঁজা), ২.৮৯ গ্রাম মেথাএমফেটামাইন (ইয়াবা বড়ি তৈরির প্রধান উপাদান), ১৫ পিস যৌন উত্তেজক বড়ি এবং ১৫০ পিস নাইমেটাযেপাম হ্যাপি ৫ বড়িসহ তাদেরকে আটক করা হয়।
গুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ বলেছে, আটক দুই মালয়েশিয়ান নাগরিকের নাম মুহাম্মদ শাহজাদী ও আলিফ বিন আজহার।
বালির কাস্টমস হাউসের পরিচালক বুদি হারজান্ত জানান, মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ ৮৫১ নম্বর ফ্লাইটে তারা ইন্দোনেশিয়ার বালির গুরাহ রাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দুই যাত্রীর লাগেজ এক্সরে মেশিনে স্ক্যান করার জন্য প্রবেশ করানো হয়। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। গ্রেপ্তারকৃতদের সমস্ত প্রমাণাদির ডকুমেন্ট বালি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতরা দোষী সাব্যস্ত হলে ২০০৯ সালের মাদকদ্রব্য আইনের ১১৩ (১) ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাদণ্ড অথবা ৩.২ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা হতে পারে।