স্পোর্টস ডেস্ক : মূলত ব্যাটিং অলরাউন্ডার হিসেবে পরিচিত মেহেদি হাসান মিরাজ। কিন্তু টেস্ট দলে তিনি ডাক পেয়েছেন বোলার হিসেবে। কারণ অফ স্পিন বোলার হিসেবে তার ভালই পরিচিতি আছে। আর তাই ব্যাটিং অলরাউন্ডার হয়েও বল হাতেই বার বার জ্বলে উঠছেন তিনি।
চট্টগ্রাম টেস্টে অভিষেকেই ছয় উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন নিজের জাত। এবার ঢাকা টেস্টেও মেহেদি হাসান তুলে নিলেন পাঁচ উইকেট । প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেকেই টানা দুই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার বিরল রেকর্ড এখন এই ডানহাতি অপস্পিনার মেহেদি হাসান মিরাজের দখলে।
বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট হয়। আর তাই টেস্টে টিকে থাকতে বোলারদের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। যথারীতি ইনিংসের শুরুটা করেছিলেন মেহেদি হাসান মিরাজ। আগের দিনই কুক-ব্যালেন্সকে আউট করে ইঙ্গিত দিয়েছিলেন বড় কিছুর। আজ সকালেই মঈন আলীকে ফেরান মেহেদি। এরপর জনি ব্যারিস্টো কে এলবিডাব্লুউ এর ফাঁদে ফেলেন। এরপর অভিষিক্ত জাফর আনসারীকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করে ক্যারিয়ারের তিন ইনিংসের দুটিতেই ৫ উইকেট শিকারের কীর্তি গড়ে ফেললেন মেহেদী। তার কীর্তিতেই এমনকি লিড নেওয়ার ভাবনা বাংলাদেশের।