৩১শে অক্টোবর, ২০১৬ ইং, সোমবার ১৬ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ


মসুলের লড়াই: হাজার হাজার মানুষকে মানবঢাল করেছে আইএস


Amaderbrahmanbaria.com : - ২৮.১০.২০১৬

আন্তর্জাতিক ডেস্ক : তথাকথিত ইসলামিক স্টেট মসুলের লড়াইয়ে হাজার হাজার মানুষকে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ।

ইসলামিক স্টেটকে হটিয়ে মসুলের নিয়ন্ত্রণ নিতে ইরাকী সরকারি বাহিনী এবং কুর্দি বাহিনী এখন নানা চার দিক থেকে সেখানে হামলা চালাচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, ইসলামিক স্টেট জঙ্গীরা সেখানে ইরাকী নিরাপত্তা বাহিনীর ১৯০ জন সাবেক সদস্য এবং ৪২ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে।

মসুলে এই লড়াইয়ের মাঝে প্রায় পনের লাখ মানুষ আটকে পড়েছেন। মসুল দখলের এই লড়াই তীব্র হলে ইসলামিক স্টেট নিজেদের রক্ষায় এসব মানুষকে বর্ম হিসেবে ব্যবহার করতে পারে বলে আশংকা বাড়ছে।

জাতিসংঘের একজন মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য সূত্র থেকে এমন রিপোর্ট এসেছে যে মসুলের বিভিন্ন উপশহর থেকে ইসলামিক স্টেট বেসামরিক লোকজনকে শহর কেন্দ্রে নিয়ে জড়ো করছে। প্রায় ছয় হাজার নারী, পুরুষ এবং শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।

‘আইএস এসব বেসামরিক জিম্মিকে মানবঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের সামরিক স্থাপনাগুলো রক্ষার কাপুরোষোচিত কৌশল নিয়েছে’, বলছেন তিনি।
এসব রিপোর্টের সত্যতা খুঁজে পাওয়া গেছে একথা জানিয়ে তিনি আরও বলেন, জিম্মি বেসামরিক মানুষের সংখ্যা হয়তো আরও অনেক বেশি।

 





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close