নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৪টি ও ক্যাম্পাসের বাইরে ৪৫টি স্কুল-কলেজসহ মোট ৯৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর ১৫৪০টি আসনের (বিজ্ঞানে- ১০৯৭টি, বিজনেস স্টাডিজে- ৩৯০, মানবিকে- ৫৩টি) বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ৯ হাজার ১৭০টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ৭১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।
এদিকে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে প্রক্টর অফিস।
আগের ঘোষণা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং পরে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন-এর কার্যালয়ে অবস্থান করে পরীক্ষার সার্বিক বিষয় তদারকি করেন।