৩১শে অক্টোবর, ২০১৬ ইং, সোমবার ১৬ই কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 5 » টাকা দিলেই মিলবে কারাগারে থাকার সুযোগ!


টাকা দিলেই মিলবে কারাগারে থাকার সুযোগ!


Amaderbrahmanbaria.com : - ২৮.১০.২০১৬

নিউজ ডেস্ক : অপরাধ করলে কারাগারে যেতে হয়। জীবনটা সেখানে কঠিন। কিন্তু অপরাধ যারা করেন না কারাগারের জীবন সম্পর্কে তাদের উৎসাহের কমতি নেই। গুরুতর অপরাধ না করলে সেই কৌতূহল মেটানোরও সুযোগ নেই। তবে এ বিষয়ে সাধারণ মানুষকে অভিজ্ঞতা লাভের ব্যতিক্রমী সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

‘ফিল ফর প্রিজন’ প্রজেক্টের আওতায় নির্দিষ্ট পরিমাণ টাকা দিলেই কারাবাসের সুযোগ পাবেন সাধারণ মানুষও। শুক্রবার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ‘ফিল ফর প্রিজন’ প্রজেক্টের আওতায় শিগগিরই সাধারণ মানুষ একজন কারাবন্দির মতো কারাগারে থাকতে পারবেন। এজন্য পুরাতন কারাগার ভবনকে প্রস্তুত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই পুরাতন কারাগার ভবন পরিদর্শন আসবেন। তিনি পরিদর্শনের ১৫ দিন পর থেকেই ‘ফিল ফর প্রিজন’ প্রজেক্টের জন্য কাজ শুরু হবে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close