স্পোর্টস ডেস্ক : মাত্র এক উইকেট হারিয়ে ১৭১ রান- ঢাকা টেস্টে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। অথচ ৪৯ রানে যোগ করতেই বাকি নয় উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। এমন ব্যর্থতার উত্তরে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল বললেন, ‘সত্যি কথা বলতে কি, যেভাবে আমাদের নয়জন ব্যাটসম্যান আউট হয়েছে, এর উত্তর আমার কাছে নেই।`
আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তামিম আরো বলেন, `আমাদের ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের আরো সতর্ক হয়ে খেলা উচিত ছিল।’
বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে -এটা অস্বীকার করার উপায় নেই। তবে প্রতিপক্ষ দলও ভালো বল করেছে। আমাদের কিছু ভুল ছিল বলেই বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।’
আরো ১০০ রান যোগ করতে পারলে ভালো হতো বলে মনে করেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘যেভাবে আমার শুরু করেছিলাম, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালোই হতো। অন্তত পক্ষে আরো ১০০ রান যোগ করতে পারলে ভালো হতো। হয়তো লিড নেওয়া সম্ভব হতো।’