আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার আলেপ্পোয় কয়েক সপ্তাহব্যাপী সরকারি অবরোধ ভেঙে দিতে সেনাবাহিনী ও এর মিত্র বাহিনীর বিরুদ্ধে ব্যাপক পাল্টা হামলা করেছে বিদ্রোহীরা।যুক্তরাজ্যের একটি পর্যবেক্ষণ দলের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নগরীর পশ্চিমে সরকার নিয়ন্ত্রিত এলাকা লক্ষ্য করে এ হামলা করে বিদ্রোহীরা। এতে অন্তত ১৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছে।
তারা জানায়, সরকার নিয়ন্ত্রিত বাহিনীকে লক্ষ্য করে শতাধিক গোলা বর্ষণ করে বিদ্রোহীরা।এদিকে সিরিয়া সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়, সরকার নিয়ন্ত্রিত বাহিনী বিদ্রোহীদের কয়েকটি গাড়ি বোমা, দুটি যুদ্ধের ট্যাংক ও অস্ত্রবাহী গাড়ি ধ্বংস করেছে।সম্প্রতি রুশ বিমানবাহিনীর সহায়তায় আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা পুনরুদ্ধারে অভিযান শুরু করে সিরিয়ার সেনাবাহিনী। নগরীর পূর্বাঞ্চল বিদ্রোহীদের দখলে।