নিজস্ব প্রতিবেদক : শিশুদের ওপর নির্যাতন বন্ধে ‘হেল্পলাইন’র উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের ভেতরের সুপ্রবৃত্তি যেন জাগ্রত হয় সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।নিজের ভেতরের মানবিক গুণাবলী জাগিয়ে তুলে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান তিনি।প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তার সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের সুরক্ষায় পরিচালিত ‘চাইল্ড হেল্প লাইন (সিএইচএল)’ উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
দিনাজপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, অপরের ক্ষতি করতে গেলে সেই ক্ষতিটা যে নিজের হতে পারে সেই চিন্তা থেকে নিজের ভেতরের মানবিক গুণাবলীটা জাগিয়ে তুলতে হবে। আমি বলব, সমাজ কল্যাণমন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রচারটা করে যাওয়া, মানুষের ভেতরের পশুত্বটা যেন জেগে না ওঠে।’
তিনি বলেন, বাবা-মাকেও একটা জিনিস বুঝতে হবে ছেলে-মেয়ের বিয়ে দিলেই কিন্তু সমস্যার সমাধান হলো না। বরং তাদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এবং ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় স্থাপিত ‘চাইল্ড হেল্প লাইন (সিএইচএল)’ এর কল সেন্টারের ১০৯৮ নম্বরে ফোন করে ২৪ ঘণ্টা এর সেবা পাওয়া যাবে।
অনুষ্ঠানের শুরুতে চাইল্ড হেল্প লাইন বিষয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
ইউনিসেফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় ১২৫ কোটি টাকা ব্যয়ে ‘চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি)’ শীর্ষক একটি কারিগরি প্রকল্পের আওতায় সমাজসেবা অধিদপ্তর ২০১২ হতে ডিসেম্বর ২০১৬ মেয়াদি এই ‘চাইল্ড হেল্প লাইন’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে দেশের সুবিধাবঞ্চিত পথশিশুদের সামাজিক সুরক্ষা, পরিবারে পুনঃএকত্রিকরণ, আশ্রয় ও অন্যান্য সেবা প্রদান করা।
প্রধানমন্ত্রী বলেন, শিশুদের যে হেল্প লাইন- ১০৯৮ চালু হয়েছে এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে সমাজে অপরাধ প্রবণতাও কমে যাবে। যারা অপকর্ম করবে তারা একটু ভীত-সন্ত্রস্থ থাকবে যে, সাথে সাথে ধরা পড়ে যাওয়ার ভয় থাকবে। আর এই লাইনটি যদি কেউ অপব্যবহার করে তাহলে তাদেরও শাস্তির ব্যবস্থা আছে। কাজেই বিনাকারণে বিরক্তটা যেন কেউ করতে না পারে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জিল্লার রহমান, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ঈমান আলী এবং ইউনিসেফ প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজবাড়ি এবং ফরিদপুরের সেইফহোমে থাকা ভিকটিম এবং তাদের পরিবারের সাথেও মত বিনিময় করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সমাজটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তারা সুন্দরভাবে গড়ে উঠবে। তাদের মন মানসিকতা ভাল হবে। তারা লেখাপড়া শিখবে বা যেকোন প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হবে। নিজের পায়ে দাঁড়াবে সেটাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, সমাজের সবাইকে আমি বলব, প্রত্যোকেই এই চিন্তা করবেন যে, প্রত্যেকেরই সন্তান আছে, মা-বোন আছে তাদের নিরাপত্তা দেয়া যেমন প্রত্যেকের দায়িত্ব আবার অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করাটাও তাদের দায়িত্বের মধ্যেই পড়ে।
অন-লাইনে বিচার নিষ্পত্তির ব্যবস্থা করার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারাগারের সাথে একটি কোর্ট রুম থাকবে। যে সমস্ত আসামি একটু ভয়ঙ্কর প্রকৃতির, যাদের আনা নেয়া একটু সমস্যা… ওখানেই আদালত থাকবে, ওখানেই তাদের আইনজীবীরা থাকবে এবং অন-লাইনে বিচার হবে। শিশু আদালতের জন্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ।
চাইল্ড হেল্পলাইন-১০৯৮ ব্যবহারের মাধ্যমে এ পর্যন্ত সারাদেশে৩৭৯ টি বাল্যবিবাহ বন্ধ করাসহ মোট ২০৭০ জন শিশুকে বিভিন্ন ধরণের নির্যাতনের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। চাইল্ড হেল্পলাইন-১০৯৮ এ পর্যন্ত মোট কল হয়েছে ৪৫,৭০৫ টি।