স্পোর্টস ডেস্ক: আগামীকাল শুক্রবার দ্বিতীয় টেস্ট শুরু। অনেক দিন পর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হতে চলেছে টেস্ট। ক্রিকেটপ্রেমীর চোখেমুখে আনন্দ।
কিন্তু, আজ সারাদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে দেখা দিয়েছে দুশ্চিন্তা। মাঠে ঢাকা পড়ে আছে উইকেট, আউটফিল্ড। বৃষ্টি থেকে মাঠ রক্ষা করতেমাঠকর্মীদের দৌড় ঝাঁপের শেষ নেই। এখন সবার মনে সংশয়, দ্বিতীয় টেস্ট হবে তো?
ঘুর্ণিঝড় কায়ান্ট আঘাত হানবে না। কিন্তু বাংলাদেশের গা ঘেসে যাওয়ায় এ বিপত্তি। ঢাকার আকাশ কেঁদেছে ও কাঁদছে অঝোরে। দিনের আলো ফোটার আগে থেকেই। সূর্যের মুখ বৃহস্পতিবার আর দেখা গেল কই। দুই দলের শেষ প্র্যাকটিসও ঠিক ঠাক হলো কি হলো না। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে দেখাগেল দুশ্চিন্তা নিয়ে কাভার দিয়ে ঢাকা উইকেটের পাশে। কি ভাবছিলেন?
গত বছর এই দেশের তিনটা টেস্ট ঠিক ঠাক মতো হতে পারেনি। বৃষ্টির কারণে খেলার অনেকটা পণ্ড হয়েছিল। এই ঢাকা টেস্ট মুশফিকের ৫০তম ম্যাচ। দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট খেলার হাফ সেঞ্চুরি করতে যাচ্ছেন। কিন্তু যথা সময়ে টস করতে নামতে পারবেন কি না তাই নিয়ে শঙ্কা এখন।