নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাংকের ঋণ নয় অনুদান চাই। বিশ্বব্যাংক যদি দুই বিলিয়ন ডলার ঋণ না দিয়ে অনুদান দেয় তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না।
বৃহস্পতিবার দুপুরে বিপদাপন্ন জনগোষ্ঠির পক্ষে নাগরিক সমাজের প্রস্তাবনা শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। কপ-২২ বৈশ্বিক জলবায়ু সম্মেলনকে সামনে রেখে এ সেমিনারের আয়োজন করা হয়।
ড. হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। যেহেতু আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি, সেহেতু এই অর্থ ঋণ নিয়ে শোধ দেয়া সম্ভব নয়। তাই এ অর্থ অনুদান হিসেবে দিলেই আমরা উপকৃত হবো।
তিনি বলেন, কোপেন হেগেন সম্মেলনের ফলে বিশ্ব নেতাদের জলবায়ু পরিবর্তনে এক কাতারে আনা সম্ভব হয়েছে। এটি একটি বড় প্রাপ্তি। ২০০৯ সালে যে চুক্তি হওয়ার কথা ছিল সেটি হয়েছে ২০১৫ সালে হয়েছে। আর তা বাস্তবায়ন হবে ২০২০ সালে। এটি সঙ্কট উত্তরণে বড় বাধা।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক বিষয়। বিশ্বের অনেক দেশ প্রতিনিয়ত সাইক্লোন-টর্নেডোর মতো সমস্যার সম্মুখীন হচ্ছে। সে ধরনের দুর্যোগে আমাদের পড়তে হচ্ছে না।
তিনি বলেন, যার যার অবস্থান থেকে জলবায়ু পরিবর্তনে কাজ করতে হবে। সবাইকে কথা বলতে হবে। সরকার সরকারের জায়গা থেকে কথা বলবে। দেখতে হবে আমরা কতটুকু একমত হতে পারি।