আদালত প্রতিবেদক : সমকামীদের অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় গ্রেপ্তার রাশিদুল নবীর এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহার উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ড চেয়ে আবেদন করেন ।
গত ১৬ অক্টোবর রাতে রশিদুলকে রাজধানীর সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ব্লগার নাজিম উদ্দিন হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এ মামলায় শরিফুল ইসলাম ওরফে শিহাব নামে একজনকে গত ১৫ ও ১৯ মে দুই দফায় আটদিনের রিমান্ডে নেয়া হয়। তবে সে কোন স্বীকারোক্তি দেয়নি।
গত ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের লাল ফকিরের মাজার এলাকার ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় খুন হন জুলহাস ও তনয়। জুলহাস সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। তিনি মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও ইউএস এইডে কর্মরত ছিলেন। মাহবুব রাব্বী তনয় ছিলেন জুলহাসের বন্ধু ও নাট্যকর্মী।
এ ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন। মামলায় চার্জশিট দাখিলের জন্য আগামি ১০ নভেম্বর দিন ধার্য রয়েছে।