বিনোদন ডেস্ক : চরিত্র বাছার সময় তাতে গ্ল্যামার আছে কী নেই তা কখনও ভেবে দেখেন না ক্যাটরিনা কাইফ। তাঁর মতে চরিত্র হল চরিত্র। তা তাঁকে তুলে ধরতে পারবে কি না তা দেখা অবান্তর। তাহলে গ্ল্যামারহীন কোনও চরিত্রে তাঁকে দেখা যায়নি কেন? মুম্বাই–এর মামিতে এক ক্যাটরিনাভক্ত এই প্রশ্নটা করেই ফেললেন। ক্যাটরিনার উত্তর, ‘কখনও কখনও দর্শকদের মনে কোনও অভিনেত্রীকে নিয়ে একটা প্রত্যাশা তৈরি হয়। তাঁর সম্পর্কে একটা ভাললাগা তৈরি হয়। সেইভাবেই তাঁকে দেখতে অভ্যস্ত হয়ে যান দর্শক। আর সেই স্টিরিওটাইপ ব্যাপারটা তাঁর সঙ্গে লেপটে যায়। আমার কাছে কোনও চরিত্রে গ্ল্যামার আছে কী নেই তা বড় বিষয় নয়। আমি একজন মহিলা। আমি সবকিছু বদলে দিতে পারি না।’ উদাহরণ হিসেবে প্রকাশ ঝা পরিচালিত ‘রাজনীতি’র কথা জানিয়েছেন ক্যাটরিনা। বলেছেন, সেই প্রথমবার কোনও অভিনেতা আমার পোশাক নিয়ে ভাবনা–চিন্তা করলেন। ‘ওয়েলকাম’ এবং ‘পার্টনার’–এর পোশাক তিনি নাকি নিজেই কিনেছিলেন। ক্যাটরিনা মনে করেন, গ্ল্যামার পোশাক দিয়ে নয় ভিতর থেকে আসে।