আন্তর্জাতিক ডেস্কঃ ভিয়েতনামের অভ্যন্তরীণ বিভিন্ন এয়ারলাইন্স টাইফুন দিয়ানমুরের কারণে শুক্রবার দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিমানবন্দরে যাতায়াত করা অনেক ফ্লাইট বাতিল করেছে।
ন্যাশনাল সেন্টার অব হাইড্রো-মেটিওরোলজিক্যাল ফোরকাস্টিংয়ে বলা হয়, দিয়ানমু স্থানীয় সময় শুক্রবার সকাল ১০ টার দিকে দেশের উত্তরাঞ্চলীয় হাই ফং সিটি থেকে নিন বিন প্রদেশে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় ঘণ্টায় ৭৫ থেকে ১০০ কিলোমিটার বেগে প্রচণ্ড ঝড় বয়ে যেতে পারে।
এ ধরনের পূর্বাভাসের পর জাতীয় পতাকাবাহী ভিয়েতনাম এয়ারলাইন্স শুক্রবার ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় হাই ফং সিটির ক্যাট বি বিমানবন্দর এবং মধ্যাঞ্চলীয় থান হোয়া প্রদেশের থো জুয়ান বিমানবন্দরে যাতায়াতের ১০ টি ফ্লাইট বাতিল করে।
স্থানীয় এয়ারলাইন ভিয়েত জেট এয়ার বৃহস্পতিবার টাইফুন দিয়ানমুর কারণে অনেক ফ্লাইট বাতিল করে।