নিজস্ব প্রতিবেদক : জাতীয় জাদুঘরের জন্য ‘বঙ্গ বাহাদুরের’ কঙ্কাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন জাদুঘরের সহকারী পরিচালক সৈকত ইমাম খান।আজ শুক্রবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে কয়ড়া গ্রামে ‘বঙ্গ বাহাদুরের’ মরদেহ মাটিচাপা দেওয়া স্থান পর্যবেক্ষণে গিয়ে তিনি একথা জানান। তাঁর নেতৃত্বে জাতীয় জাদুঘরের তিন সদস্যের প্রতিনিধিদল ওই স্থান পর্যবেক্ষণ করেন।
সৈকত ইমাম খান বলেন, কঙ্কাল নেওয়ার জন্য সরিষাবাড়ীর কামরাবাদের কয়ড়া গ্রামে হাতিটি মাটিচাপা দেওয়ার জায়গাটি পর্যবেক্ষণ করতে এসেছি। সরকারের অনুমতি পেলেই হাতির কঙ্কাল উদ্ধার করে জাতীয় জাদুঘরে নেওয়া হবে।
গত ২৮ জুন হাতিটি ভারতের আসাম রাজ্য থেকে বানের পানিতে ভেসে আসে। ২৭ জুলাই হাতিটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসে। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নেওয়ার জন্য বন বিভাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা হাতিটিকে আটকাতে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। ১৬ আগস্ট ভোরের দিকে হাতিটির মৃত্যু হয়।