ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পদে সেলিম পারভেজ (দীপ্ত টিভি) ও সাধারণ সম্পাদক পদে সাদেকুল ইসলাম সাচ্চু (যায়যায় দিন) নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন তাদের নির্বাচিত ঘোষণা করেন।নির্বাচন কমিশনার দীপক চৌধুরী বাপ্পী বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫ ভোট পেয়ে সভাপতি পদে সেলিম পারভেজ ও ১৬ ভোট পেয়ে সাদেকুল ইসলাম সাচ্চু নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ মুজাম্মেল হক (দৈনিক সংগ্রাম) নির্বাচিত হয়েছেন। তিনি আর জানান, মোট ২০ জন ভোটারের মধ্যে ১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একজন ভোটার অসুস্থ থাকার কারণে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে আটটি পদে একাধিক প্রার্থী না থাকায় আগেই আটজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম (যমুনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম হাবিব (ভোরের কাগজ) ও আল মামুন (চ্যানেল ৯), সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক (মাই টিভি), দফতর সম্পাদক মো. ইসহাক সুমন (এটিএন বাংলা), কার্যকরী সদস্য মো. আফসার মিয়া (দৈনিক আমাদের সময়) ও মো. আবু আবদুল্লাহ (দৈনিক দিনকাল)।