g বাঞ্ছারামপুরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীর ৬ মাসের কারাদন্ড | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ৫ই অক্টোবর, ২০১৭ ইং ২০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামীর ৬ মাসের কারাদন্ড

AmaderBrahmanbaria.COM
জুলাই ৯, ২০১৫

---

বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রিপন মিয়া (২৬) নামে স্বামীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন সরদার এ রায় দেন। কারাদন্ডপ্রাপ্ত রিপন উপজেলার জগন্নাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, রিপন প্রায়ই তার স্ত্রী জোৎ¯œা আক্তারকে মারধর করতো। গতকাল সকালে জগন্নাথপুর গ্রামে বাড়ির পাশে রাস্তায় জোৎ¯œাকে ব্যাপক মারধর করে রিপন। জোৎ¯œা থানায় অভিযোগ করলে থানার এসআই ময়নাল হোসেন রিপন মিয়াকে তার বাড়ি থেকে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন সরদারের আদালতে হাজির করা হলে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ স্বীকার করায় রিপনকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়।  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন সরদার জানান, স্ত্রীকে রাস্তায় প্রকাশ্যে নির্যাতনের অভিযোগে রিপন মিয়াকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর