প্রথম ১০০ দিনে মন্ত্রিদের কার্যক্রম জানতে চেয়েছেন ইমরান
অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার কেন্দ্রীয় মন্ত্রিদের কাছ থেকে ক্ষমতায় আসার পর প্রথম একশ দিনের পারফরমেন্সের প্রতিবেদন চেয়েছেন। এছাড়াও তার সরকারের কৃচ্ছ্রতা কার্যক্রমের ওপর রিপোর্ট চেয়েছেন তিনি।
একটি বৈঠকে পাক প্রধানমন্ত্রী তার সরকারের প্রথম একশদিনের বিভিন্ন পরিকল্পনার অগ্রগতি সম্পর্কেও জানতে চেয়েছেন। এর পর তাদের পারফরমেন্সের ওপর একটি মূল্যায়ন প্রতিবেদনও চেয়েছেন তিনি।
ইমরান খান বলেন, সরকারের কার্যক্রমে অগ্রগতি সাধারণ মানুষকে জানানো অপরিহার্য একটি বিষয়।
কৃচ্ছ্রতা কার্যক্রমের মাধ্যমে কোনো অর্থ সুরক্ষা হয়েছে কিনা, সে ব্যাপারেও জানাতে বলা হয়েছে মন্ত্রিদের।
বিভিন্ন অধিদফতরে দুর্নীতির লাগাম ধরতে মন্ত্রীদের বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করতে হবে প্রতিবেদনে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠান বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ শেহজাদ আরবাব বলেন, সরকারের প্রথম একশদিনের কার্যক্রম সাধারণ মানুষ ও গণমাধ্যমকে জানাতে একটি ওয়েবসাইটও বানানো হয়েছে।
তিনি বলেন, আমরা স্বচ্ছতা চাই, জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য। কাজেই আমাদের কার্যক্রম যাতে সাধারণ মানুষ দেখতে পারেন, সেজন্যই এ ওয়েবসাইটটি উন্মুক্ত করা হয়েছে।