রবিবার, ১৪ই জুলাই, ২০১৯ ইং ৩০শে আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ

তৃতীয় দিনের মতো মনোনয়নপত্র বিক্রি করছে আ.লীগ

অনলাইন ডেস্ক : মনোনয়নপত্র পেতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। শনিবার ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে তোলা।

তৃতীয় দিনের মতো আজ দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রতিদিনের মতো আজও শনিবার সকাল ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।

ফরম কিনতে সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশীরা দলবল নিয়ে ধানমন্ডিতে হাজির হন। তারা একে একে মিছিল নিয়ে কার্যালয়ে ঢুকছেন। মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আছেন তাদের সমর্থকেরা।

এর আগের দুই দিন অর্থাৎ শুক্র ও শনিবার ৩২০০ ফরম বিক্রি করেছে দলটি।

আগামী ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করে গত ৮ নভেম্বর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরদিন ৯ নভেম্বর থেকেই মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। আগামী ২৩ ডিসেম্বর ভোট নেওয়া হবে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

‘ভয় দেখিয়ে’ যুবদল নেতার স্ত্রীকে বিয়ে করেছিলেন সেই পুলিশ কর্মকর্তা

সিঁদূর পরলেও আমার ঈমান ঠিক আছে : নুসরাত

বিনামূল্যে আমিরাতের ভিসা পাচ্ছেন কিশোর-কিশোরী পর্যটকরা

ভুল করেছি কিন্তু টাকা ছাড়ব না

বিশ্ব চ্যাম্পিয়ন হতে ইংল্যান্ডের প্রয়োজন ২৪২ রান

ভাইয়ের হয়ে ক্ষমা চাইলেন জিএম কাদের

এরশাদের মৃত্যুর খবরে যা লিখলো বিশ্ব গণমাধ্যম

বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে নিজেই ছুটে যেতেন এরশাদ

ভুল আউট দিয়ে ফাইনাল শুরু করলেন আম্পায়ার ধর্মসেনা

মিন্নিকে গ্রে*ফতারের দাবিতে বরগুনায় মানববন্ধন

সিলেটে কামাল হত্যা মামলায় সৎ ভাইয়ের ফাঁসি

ছয় মাসেই শেষ ২৫০০ কোটি টাকার আউটার রিং রোড!