ধানের শীষে নির্বাচন করবে কল্যাণ পার্টি
জোটগতভাবে কল্যাণ পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে কল্যাণ পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টির অবস্থান ও যোগদান’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, শনিবার রাতে সর্বশেষ ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক হয়েছে। বৈঠকগুলোতে সকল দল তাদের মতামত দিয়েছে। কল্যাণ পার্টি মতামত দিয়েছে যে, জোটগতভাবে কল্যাণ পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে। একা নয়।তিনি জানান, ২০ দলীয় জোটের বৈঠকের আলোচনায় বারবার উঠে এসেছে যে, নির্বাচনে অংশগ্রহণ হবে আন্দোলনে অংশ।
সৈয়দ ইবরাহিম বলেন, বেশ কিছুদিন ধরে নির্বাচনে যাওয়া, না যাওয়ার বিষয় নিয়ে বিভিন্ন ধরণের কথা-বার্তা চলছে। ভবিষ্যতেও চলবে। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের এখনো অনেক দিন বাকি রয়েছে।এর আগে কল্যাণ পার্টিতে মাহমুদ খান, শামসুদ্দিন পারভেজসহ ৩০ নতুন নেতা যোগদান করেন। বক্তব্যের শুরুতেই কল্যাণ পার্টির নতুন সদস্যদেরকে স্বাগত জানান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।অনুষ্ঠানে কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরও খবর

ড. কামাল অসুস্থ, দেখা করেননি দলের নেতাদের সাথেও

প্রথম দিনেই বিএনপির ১৩২৬ মনোনয়ন ফরম বিক্রি

জোটবদ্ধ নির্বাচনের তথ্য জানানোর সময় বাড়ল

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন নেতারা
