র্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প সদস্যরা।
শনিবার রাতে মাদকসহ আটকৃত ব্যক্তি হলেন মোঃ আবুল কালাম আজাদ (৪২)। সে কুমিল্লার ব্রাক্ষণপাড়া এলাকার রামচন্দ্রপুর গ্রামের মৃত:সুলতান মিয়ার ছেলে।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত কসবা সীমান্ত এলাকা হতে মাদকদব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলা’সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক রাতে নয়নপুর বাজারের মদিনা ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আবুল কালাম আজাদকে আটক করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ধূত আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(খ) ধারা মোতাবেক বি-বাড়িয়া জেলার কসবা থানায় দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।