যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল; নিহত বেড়ে ২৩
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৯ জন।
গতকাল শনিবার আরও ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সরকারের কর্মকর্তা হোনিয়া এ তথ্য জানিয়েছেন।
হোনিয়া জানান, আগুনে বিধ্বস্ত প্যারাডাইস শহর থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, সাতজনের মৃতদেহ ঘরের ভেতর এবং তিনজনের মরদেহ বাইরে পাওয়া গেছে।বাকি চারজনের মধ্যে দুজনের মৃতদেহ গাড়ি এবং বাড়ির ভেতর দুজনের মরদেহ পাওয়া গেছে। সূত্র: সিএনএন
এ জাতীয় আরও খবর
