বুধবার, ১৪ই নভেম্বর, ২০১৮ ইং ৩০শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

সিলেটসহ পূর্বাঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক : সিলেটসহ দেশের পূর্বাঞ্চলে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিট ৪৮ সেকেন্ডে এ ভূমিকম্প আঘাত হানে। এটি স্থায়ী ছিল প্রায় ৫ সেকেন্ড। যদিও বাসা-বাড়িতে অনেকেই কম্পন টের পায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে। সেখানে এর মাত্রা ছিল ৫.৩।

তবে এতে ক্ষয়ক্ষতির কোনও খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ বিষয়ে সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ৫ দশমিক ২ মাত্রায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী মিজোরামে।