সোমবার, ১২ই নভেম্বর, ২০১৮ ইং ২৮শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

‘এখনো কোনও সিদ্ধান্তে আসতে পারিনি’

অনলাইন ডেস্ক : অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ময়মনসিংহ-৩ আসনে প্রার্থী হতে পারেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। গত রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে মনোনয়নপত্র কিনবেন কি না তা নিয়ে বিস্তর একটি পোস্ট দিয়েছেন।

জ্যোতি লিখেছেন,তার অভিজ্ঞতা থেকে। এলাকায় গেলে যে ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হন তা তুলে ধরেছেন। লিখেছেন, ‘কি নেত্রী, কি খবর? আপনি রাজনীতিতে নামছেন? আপনি কি অভিনয় ছেড়ে দিয়েন? ম্যাডাম অভিনেত্রী থেকে নেত্রী হয়ে গিয়েছেন? প্রায় ৩বছর ধরে প্রতিদিন আমাকে অনেকবার এমন নানান প্রশ্নের মুখে পড়তে হয়। প্রশ্নগুলোর ধরন আমাকে ক্লান্ত করে দেয়। আবার কারো কথা উৎসাহিতও করে।’

অভিনয় ছেড়ে দেননি জানিয়ে জ্যোতি বলেন, ‘না, আমি অভিনয় ছেড়ে দেইনি। আমার পেশা, ভালোবাসা অভিনয়। অনেক যুদ্ধ করে এই ক্ষেত্রটা আমি তৈরি করেছি। এর বাইরেও আমি অনেক কাজ করার ইচ্ছে পোষণ করি এবং নানান সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। কারণ মানুষের মাঝে থাকতে, কাজ করতে আমি ভালোবাসি।’

গত উপ নির্বাচনের প্রসঙ্গে এনে বলেন, ‘হ্যাঁ, আমার এলাকার গত উপ-নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম আমার এলাকার একদল মানুষের অনুপ্রেরণা, আগ্রহে। আমার কাজ, পরিচিতি, অবস্থান যাই হোক- তাদের কাছে মনে হয়েছিল আমি হয়তো তাদের যোগ্য নেতৃত্ব হতে পারবো। আর তারা এতটাই চেয়েছিল যে মনোনয়নপত্র কেনার টাকাটাও আমাকে দিতে হয়নি। আমি তাদের সেই ভালোবাসাকে সম্মান জানিয়েছিলাম অপ্রস্তুত অবস্থায়ই।’

সিদ্ধান্তের বিষয়ে বলেন, ‘কিন্তু আমি বিশ্বাস করি যেকোন পেশারই কোনও একজন অনেক বড় নেতা হতে পারে যদি তার সেই নেতৃত্ব গুণ থাকে। এবারো আমার মানুষদের ভালোবাসার চাপ, গুরুজনদের পরামর্শ, অনেকের চাওয়া নমিনেশন পেপার কখন কিনবো! এমনকি আমার বাবাও! আর মাত্র কয়েকঘণ্টা বাকি, আমি এখনো কোনও সিদ্ধান্তে আসতে পারিনি।’