সোমবার, ১২ই নভেম্বর, ২০১৮ ইং ২৮শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

হার দিয়ে শুরু মেয়েদের বিশ্বকাপ

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জাহানারা-রুমানাদের বোলিংটা ছিল দুর্দান্ত। ৫০ রানেই ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট নেই! খাদিজা, রুমানাদের স্পিনে দাঁড়াতেই পারছিল না ওয়েস্ট ইন্ডিজ। মেয়েরা ২০ ওভারে ১০৬ রানেই আটকে দেয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। কিন্তু জবাবে ৪৬ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস!বর্তমান চ্যাম্পিয়নদের হারানোর একটা দারুণ সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু উল্টো মিলেছে লজ্জার হার।

বোলারদের দাপটের দিনে করুণ রূপ দেখালেন ব্যাটসম্যানরা। ১০৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মাত্র ৪৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ৬০ রানে হার দিয়ে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু করল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় ওই ম্যাচ অনুষ্ঠিত হয়।গতকাল শুক্রবার ভারত- নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয় নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ।টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সালমা খাতুন। পেসার জাহানার দুর্দান্ত বোলিংয়ে বোঝাই যায় সিদ্ধান্তটা খারাপ ছিল না। পরে খাদিজা, রুমানা ও ফাহিমার স্পিনে কাবু হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

নাইট করেন সর্বোচ্চ ৩২ রান। এছাড়া অধিনায়ক এস আর টেলর করেন ২৯। এরপর ম্যাকলিন (১১) ছাড়া কেউই দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। জাহানারা ৩টি, রুমানা ২টি উইকেট লাভ করেন। অধিনায়ক সালমা ও খাদিজা পান একটি উইকেট।

১০৭ রানের টার্গেটে খেলতে নেমে শামীমা, আয়েশারা যারপরনাই হতাশ করেছেন। মেয়েদের একজনও দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। দায়েন্দ্রা ডটিনের পেসের তোপের তাসের ঘরের মত ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। ডটিন একাই নেন ৫টি উইকেট। যার চারটিই বোল্ড। শামীমা, ফারজানা ও খাদিজা ছাড়া সবাই বোল্ড হয়েছেন।মাত্র ৬ রানে ৫ উইকেট নিয়ে দায়েন্দ্রা ডটিন হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ।