সোমবার, ২৯শে অক্টোবর, ২০১৮ ইং ১৪ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

বাংলাওয়াশের পর যা বললেন মাশরাফি

শেষ ওয়ানডের জয়টা বাংলাওয়াশের লজ্জায়ই পুড়িয়েছে হ্যামিলটন মাসাকাদজার দলকে। বাংলাদেশ জিতবে এটা অনুমিতই ছিল। তবে ইমরুল কায়েস ও সৌম্য সরকার যে উচ্চতার ব্যাটিং নৈপুণ্য প্রদর্শণ করলেন, তা বহুদিন মনে রাখবে দেশের ক্রিকেটপ্রেমীরা। এমন জয়ের উচ্ছসিত ছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জয়ের আনন্দে প্রকাশ করে জানালেন, ‘এশিয়া কাপ থেকে ফেরার পর, আমরা অনেক আত্মবিশ্বাসী ছিলাম। প্রভাববিস্তার করেই জিততে চেয়েছিলাম সিরিজটা। আর এমন জয় আসলেই অনেক আনন্দের। ছেলেরা অনেক ভালো খেলেছে।’

সৌম্য সরকার ও ইমরুল কায়েসের দুর্দান্ত ব্যাটিং নিয়ে বললেন, ‘জিম্বাবুয়েকে হয়তো কিছুটা কম রানে বেঁধে ফেলা যেত। ২৫০-২৬০ রানে ওদের আটকাতে চেয়েছিলাম আমরা। তবে ২৮৬ রান হওয়ার পরও ভালো করার আত্মবিশ্বাস ছিল। বিশেষ করে ব্যাট হাতে ইমরুল ও সৌম্য যেভাবে খেলেছে তা অবশ্যই প্রশংসনীয়।’

ওয়ানডের পরই শুরু হবে টেস্ট সিরিজ। সেখানে অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলকে শুভ কামনা জানিয়ে মাশরাফি বললেন, ‘আমার পর এবার মাহমুদুল্লাহর পালা। আশা করি, আমাদের টিম টেস্ট সিরিজেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে।’