বুধবার, ৩১শে অক্টোবর, ২০১৮ ইং ১৬ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

ভারতে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটে বাংলাদেশ চ্যাম্পিয়ন

ভারতের ত্রিপুরায় আর্ন্তজাতিক টি টুয়েন্টি শারীরিক প্রতিবন্ধী মৈত্রী ক্রিকেট সিরিজে বাংলাদেশের ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন ফিজিক্যালী চ্যালেঞ্জ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে।জানা গেছে, ২৭ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল ১৫৩ রানে জয় পায়। ২৮ অক্টোবর রোববার ত্রিপুরার মেলাঘর স্টেডিয়ামে দ্বিতীয় দিনে খেলা বৃষ্টির জন্য পরিত্যক্ত হলে পয়েন্টের ভিত্তিতে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা সিরিজ হয়েছে বাংলাদেশের মাসুম বিল্লাহ।
ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চ আয়োজিত মেলাঘর স্টেডিয়ামে পুরস্কার বিতরনী পর্বে বক্তব্য রাখেন আয়োজকদের পক্ষে ত্রিপুড়া প্রতিবন্ধী অধিকার মঞ্চের সাধারণ সম্পাদক সলিল দেব বর্মণ, ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এর চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না, ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের সাধারণ সম্পাদক এড. নিহারেন্দু মজুমদার, ক্রিড়াবিদ সুখেন্দু,রনবীর রায় এবং বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রিড়াবিদ কায়সার হামিদ,
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন, ব্রাহ্মণাবাড়িয়া মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তি খান প্রমুখ। ত্রিপুরার প্রতিবন্ধী অধিকার মঞ্চ আয়োজন করে।
প্রেস বিজ্ঞপ্তি