শাহরিয়ার নাফীস বিপিএলে দল না পেয়ে যা বললেন
স্পোর্টস ডেস্ক।। আজ রবিবার রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে অংশ নেওয়া সাতটি দল তাদের পছন্দ অনুযায়ী দল গঠন করছে।
দেশি-বিদেশি ক্রিকেটারসহ বেশ কয়েকজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন বিপিএলের আসন্ন আসরে। কিন্তু বিপিএলের এবারের আসরে কোনো দল পাননি অভিজ্ঞ ক্রিকেটার শাহরিয়ার নাফীসসহ অনেক তারকা ক্রিকেটাররা।
দল না পেয়ে এবার নাফিস বলেন, ‘আসলে দল গঠনের ব্যাপারটা তো আর আমার হাতে না। এটা নির্বাচকদের ব্যাপার। দল পাওয়ার ব্যাপারে আমার বিশ্বাস ছিল। আলহামদুলিল্লাহ গত দুই তিন বছরে বিপিএলে আমার যে পারফরম্যান্স ছিল, তাতে আমার বিশ্বাস ছিল দল পাব। তবে সিলেকশন তো ভাই আমি করি না। এটা আমার হাতে না। এজন্য আমি হতাশ নই।’
এদিকে নিলামে দল না পেলেও অতীতে বিপিএলে দল পেয়েছিলেন অলক কাপালি। এ বিষয়ে নাফিসের আশাবাদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিপিএল ষষ্ঠ আসর মাঠে গড়াতে এখনও দুই মাসের মতো সময় আছে। ওই হিসেবে আমি প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ আমার এবিলিটি আছে ভালো খেলার ব্যাপারে। ভালো খেলতেছি। ফিটনেসও ভালো আছে। তো ওই সুযোগটা আসলে আসবে, না আসলেই নাই। এ নিয়ে আমি চিন্তা করি না। ওইটা আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে, ক্রিকেট খেলে যাওয়া। যতদিন ক্রিকেট খেলি, যতক্ষণ পর্যন্ত খেলি, আমার সামর্থের সেরাটা দেয়ার চেষ্টা করব। কিন্তু পাওয়া না পাওয়ার হিসেব নিজের হাতে থাকবে না। এটা নিয়ে ভেবে লাভ নেই।’