রাস্তায় নেই গণপরিবহন, কর্মজীবীদের পায়ে হেঁটেই গন্তব্যে যাত্রা
নিজস্ব প্রতিবেদক : সংসদে পাসকৃত ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর বিভিন্ন ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে।
আজ শ্রমিকদের উশৃঙ্খলা না থাকলেও গণপরিবহন নেই। তাই রাজধানীর শনিরআখড়া, দনিয়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, বাসাবো এলাকার কর্মজীবীদের পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। পরিবহন না পেয়ে মানুষকে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে দেখা গেছে। বিশেষ করে কর্মজীবীদের পড়তে হচ্ছে বেশি ভোগান্তিতে।
এই অচবলাবস্থার ফলে রাজধানীতে এক প্রকারের মানবিক বিপর্যয় ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।
এর আগে গতকাল রবিবার পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের প্রথমদিন রাজধানীতে বিভিন্ন প্রাইভেটকারের চালক ও যাত্রীদের পোড়া মবিল ও কালি মাখানোর অভিযোগ পাওয়া যায়।বিডি-প্রতিদিন