নিষেধাজ্ঞা শেষ, ইলিশ শিকারে নদীতে জেলেরা
নিউজ ডেস্ক : মা ইলিশ রক্ষা এবং ডিম ছাড়ার সুযোগ দিতে ২২ দিন বন্ধ থাকার পর আবারও ইলিশ ধরা শুরু হয়েছে। গত ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছিল মৎস্য মন্ত্রণালয়।
এদিকে ফের নদীতে ইলিশ শিকারে প্রস্তুত লক্ষ্মীপুরের প্রায় ৬০ হাজার জেলে। ইতোমধ্যে জেলেরা বেশ প্রস্তুতিও নিয়ে রেখেছেন। ঠিকঠাক করেছেন জাল-নৌকাসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ। রাত ১২টার পর থেকে জেলেরা নদীতে মাছ শিকারে নেমেছেন।
২২ দিন লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১শ’ কিলোমিটার মেঘনা নদী এলাকায় মাছ ধরা বন্ধ ছিল। এসময় মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি ছিল নিষিদ্ধ। এ আইন অমান্য করায় বেশ কয়েকজন জেলের জেল-জরিমানাও হয়।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এসএম মহিব উল্লাহ বলেন, ইলিশের প্রজনন মৌসুমের নির্ধারিত সময় শেষ হয়েছে ২৮ অক্টোবর রাত ১২টা থেকে। এরপর থেকে মাছ শিকারে কোনও বাধা থাকছে না।