ফিফা র্যাংকিংয়ের তিনে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থা ভয়াবহ
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার নতুন র্যাংকিং প্রকাশ করেছে। তালিকার তিনে ব্রাজিল থাকলেও সেরা দশে জায়গা হয়নি আর্জেন্টিনার।এই তালিকায় সবার শীর্ষে রয়েছে বেলজিয়াম। দ্বিতীয় অবস্থানে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, তিনে ব্রাজিল ও চারে ক্রোয়েশিয়া।একধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে ইংল্যান্ড। ছয়ে রয়েছে উরুগুয়ে।এর পর থেকে যথাক্রমে পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক। তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছে কলম্বিয়া।
তবে আর্জেন্টিনার অবসস্থান আগের চেয়ে তলানিতে নেমেছে। আর্জেন্টিনা রয়েছে তালিকার ১২তম স্থানে। চিলির অবস্থান ১৩, জার্মানি ১৪ ও হল্যান্ড রয়েছে তালিকার ১৫ নম্বরে।বাংলাদেশের জন্য কোনো শুভ সংবাদ নেইা।বাংলাদেশ একধাপ পিছিয়ে ১৯৪তম স্থানে নেমে গেছে।