শুক্রবার, ৫ই অক্টোবর, ২০১৮ ইং ২০শে আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

নখে সাদা দাগ হয় কেন, এতে কি সত্যিই ভয়ের কিছু রয়েছে?

‘নখ’ আমাদের শরীর ও হাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে নখে বেশ কিছু সাদা দাগ রয়েছে, এমনটা আমরা মাঝে মধ্যেই লক্ষ্য করি। শরীরে ক্যালসিয়ামের অভাবে নখে সাদা দাগ হয়, অনেকেই এমনটা মনে করেন। আর এতে ভয় পেয়ে যাই আমরা অনেকেই। এতে কি আসলেই ভয়ের কিছু রয়েছে?

‘punctate leukonychia’ চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম। নখে ধাক্কা বা চোট লাগলে অধিকাংশ সময়ে এই দাগের আবির্ভাব হয়। তবে খুব গুরুতর নাও হতে পারে এই আঘাত। এই সাদা দাগ উদ্ভবের কারণ হতে পারে, ক্রমাগত টেবিলে নখ দিয়ে আওয়াজ করা বা দাঁত দিয়ে নখ কাটা। মূলত নখের ক্ষতিগ্রস্ত কোষ হলো এই সাদা দাগগুলো।

তবে এটি গুরুতরও হতে পারে, যদি আপনার নখটি পুরো সাদা হয়ে যায়। কেননা শরীরের অন্য কোন বড় সমস্যার জানান দিতে পারে পুরোপুরি সাদা হয়ে যাওয়া নখ। জানান দিতে পারে- লিভার সমস্যা, কিডনী সমস্যা অথবা হার্টের সমস্যার।

এছাড়াও রক্তে প্রোটিনের স্বল্পতাকেই ইঙ্গিত করে, যখন এই সাদা দাগগুলো সারি দিয়ে থাকে। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, যদি আপনার পুরো নখ জুড়ে সাদা দাগ থাকে।