নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না : শ্রিংলা
ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, সংসদ নির্বাচনসহ এই দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে না। কারণ, এটি ভারতের কোনো নির্বাচন নয়।
আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজে ভারতীয় অর্থায়নে মহাত্মা গান্ধী মিলনায়তন উদ্বোধন শেষে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, উন্নয়নের নানা ক্ষেত্রে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হচ্ছে। তাই বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে।
কলেজের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন চাঁদপুর-৪ আসনের সাংসদ শামছুল হক ভুইয়া, চাঁদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী প্রমুখ।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।
এ জাতীয় আরও খবর

কলকাতায় রেলস্টেশনে ওভারব্রিজ দূর্ঘটনায় নিহত ২, আহত ১৭

বিএনপির মহাসচিবসহ ৭ নেতার জামিন স্থগিত হয়নি
