এমবিবিএস ভর্তি পরীক্ষা সম্পন্ন
রাজধানীসহ সারাদেশে একযোগে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা এ পরীক্ষা দেশের ১৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে মোট পরীক্ষার্থী ছিল ৬৬ হাজার।
সূত্র জানায়, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার সময়সূচি থাকলেও সুষ্ঠু ও নির্বিঘ্ন ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আধা ঘণ্টা আগে কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশে নির্দেশনা জারি করা হয়। এছাড়া পরীক্ষা হলে শিক্ষার্থীসহ কর্তব্য পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ও ঘড়ি নিষিদ্ধ ছিল।
জানা যায়, দেশের ৩৬টি সরকারি মেডিকেল কলেজ এবং ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ১০ হাজার। ঢাকা মহানগরীতে ৯টি কেন্দ্রে মোট ৩৪ হাজার ৭৪০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।