রবিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৫ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

প্রশিক্ষণকালে দুর্ঘটনায় নৌবাহিনীর দুই সদস্য নিহত

বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে গোলাবারুদের বক্স বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হবার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে। তবে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম।

তিনি বলেন, ‘পতেঙ্গা নৌঘাঁটি থেকে খবর পেয়ে আমরা এখানে এসেছি। উনারা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। তবে যতটুকু শুনেছি বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে তাদের ‘অ্যামুনেশন বক্স’ বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ-ছয়জন গুরুতর আহত হয়েছেন। বিস্তারিত জানতে ঘণ্টা খানেক সময় লাগবে।’