মাশরাফির বায়োপিক, রাজি হলেই শুটিং
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটের বাস্তব এই হিরোর বায়োপিক নির্মাণ করতে চায় দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। দুই বছর ধরে জাজের কর্ণধার আব্দুল আজিজ বিভিন্ন মাধ্যমে প্রস্তাব দিয়ে আসছেন এই টাইগারকে।
গত মাসেও মাশরাফির ব্যত্তিগত আইনজীবী চিশতির মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছেন আজিজ। কিন্তু কোনোভাবেই নিজের বায়োপিক নির্মাণে সায় দিচ্ছেন না ম্যাশ।
কেন? আজিজ বলেন, ‘মাশরাফি চান না চলচ্চিত্রের পর্দায় তাঁর জীবনী উঠে আসুক। কিন্তু আমি বুঝিয়েছি তাঁর বায়োপিক নির্মাণ হলে তরুণ প্রজন্ম উৎসাহ পাবে। এবার এশিয়া কাপের জন্য দেশ ছাড়ার আগেও তাঁর সঙ্গে যোগাযোগ করেছি। প্রয়োজনে ক্রিকেট বোর্ডের অনুমতি নেব বলেও জানিয়েছি। এখন দেখা যাক তিনি দেশে এসে কী সিদ্ধান্ত নেন।’
মাশরাফি অনুমতি দিলে তাঁর চরিত্রে অভিনয় করবেন কে! ছবির বাজেট কত? ‘ক্রিকেট বোঝে এমন কেউ মাশরাফির চরিত্রে অভিনয় করবেন। এ ক্ষেত্রে আমি রোশানকে এগিয়ে রাখতে চাই। সে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলেছে। আর বাজেট নিয়ে কোনো চিন্তাই মাথায় রাখিনি। ১৬ কোটি মানুষের প্রাণ মাশরাফি। তাঁকে নিয়ে ছবি বানাব। টাকার চিন্তা করে কি এই ছবি নির্মাণ সম্ভব?’—বললেন আজিজ।
মাশরাফি রাজি হলে খুব শিগগির ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ করতে চান আজিজ।