মঙ্গলবার, ২রা অক্টোবর, ২০১৮ ইং ১৭ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

নিজের জীবন দিয়ে শতাধিক লোকের প্রাণ বাঁচালেন এই তরুণ!

নিজের জীবনের বিনিময়ে শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণ। তার নাম অ্যান্থোনিয়াস গুনাওয়ান আগং। বয়স মাত্র ২১ বছর। কাজ করতেন বিমানবন্দরে, এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে।

ইন্দোনেশিয়ায় শুক্রবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পের পর সুনামির সৃষ্টি হয়।

এ ভূমিকম্পে অন্য সহকর্মীরা যখন আতঙ্কে পালিয়ে যাচ্ছিলেন তখন একটি বিমানের নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করেন অ্যান্থোনিয়াস। এতে প্রাণে বেঁচে যায় ওই বিমানের যাত্রী ও ক্রুসহ শতাধিক আরোহী। তবে নিজেকে বাঁচাতে পারেননি তিনি।

ভূমিকম্পে বিমানবন্দরটির রানওয়েতে গভীর ফাটলের সৃষ্টি হয়। সে সময় শতাধিক যাত্রীসহ বাটিক এয়ারের একটি ফ্লাইট-৬৩২১ উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। আচমকা ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় পালু শহরের বিমানবন্দরে কাজ করছিলেন আগং।

সূত্র: ডেইলি মেইল