ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামি : মৃতের সংখ্যা বেড়ে ৪২০
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২০ জনে দাঁড়িয়েছে। মৃতের এ সংখ্যা এক হাজারে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে উপদ্রুত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের তৎপরতা বিঘ্নিত হচ্ছে।
এই ভূমিকম্প ও সুনামির তাণ্ডবে আহত হয়েছে অর্ধসহস্রাধিক মানুষ। স্থানীয় হাসপাতালগুলো তাদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে গত শুক্রবার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।সেখানে কম্পনের পর পালু শহরে আছড়ে পড়ে প্রলয়ঙ্করী সুনামির ঢেউ। সুউচ্চ ঢেউ লণ্ডভণ্ড করে দেয় উপকূলীয় এলাকা। সূত্র: সিএনএন