এবার জাপানে টাইফুন ট্রমির আঘাত; ৩৮৬টি ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ওকিনাওয়ায় শক্তিশালী টাইফুন ট্রমি আঘাত হেনেছে। গতকাল শনিবার এই ঝড়ের আঘাতে অন্তত ৫ জন আহত হয়েছে। এ ছাড়া ৩৮৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আবহাওয়া কর্মকর্তারা এক সতর্কবার্তায় জানিয়েছেন, ঘন্টায় সর্বোচ্চ ২১৬ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি সপ্তাহ ধরেই জাপানের ভূখন্ডের ওপর দিয়ে বয়ে যাবে।
জানা গেছে, প্রায় ৬শ’ লোককে ওকিনাওয়া থেকে সরিয়ে আশ্রয় শিবিরগুলোতে নেয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের আঘাতে ৩ লাখের বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
জাপানের পশ্চিমাঞ্চলে অন্তত ৩৮৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।কিছুদিন আগে জাপানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় জেবি আঘাত হানে। সূত্র: এএফপি