সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর হুকুম কী?
প্রশ্ন: আমি দীন মেনে চলার চেষ্টা করি। এ কারণে জানতে চাই আমার সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর হুকুম কী? এতে কি কোনো গোনাহ হবে কিনা।
মুহাম্মদ আবুল বাশার। মোহাম্মদপুর,ঢাকা।
উত্তর: সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো যাবে, যদি সেখানের পরিবেশ ভালো থাকে এবং সার্বিক ভাবেই দীনের কোনো ক্ষতি না হয়।
যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো কারণে যদি সন্তান বা পরিবারের দ্বীনের কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে ওই প্রতিষ্ঠানে সন্তানকে শিক্ষাদান বৈধ হবে না।
সূত্র: আহসানুল ফতোয়া-৮/২৩৫, ফতোয়ায়ে রহিমিয়া-৩/১২৪, মিশকাত শরীফ-৩৪
চিংড়ি মাছের বিধান
প্রশ্ন: চিংড়ি মাছ খাওয়া যাবে কি না? শুনেছি চিংড়ি মাছ খাওয়া মাকরুহ, শরীয়ত আসলে এ ব্যাপারে কী বলে?
মুহাম্মদ শামছুল আলম পলাশ। বরিশাল।
উত্তর: আপনার মতো সবাই একে মাছ বলে থাকে। তাই চিংড়ি মাছও মাছের হুকুমের অর্ন্তভূক্ত। মাকরুহ নয়।
সূত্র: ইমদাদুল ফতোয়া-৪/১০৩,
উত্তর দিয়েছেন, মুফতী তাজুল ইসলাম জালালী।