বুধবার, ৩রা অক্টোবর, ২০১৮ ইং ১৮ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি

স্পোর্টস ডেস্ক।। এশিয়া কাপ শেষ। মাত্র কয়েক দিনের বিরতি পাচ্ছেন মাশরাফিরা। এর পর ফের ক্রিকেটযুদ্ধে নেমে পড়তে হবে। আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। অক্টোবর-নভেম্বরে অতিথিদের বিপক্ষে ৩ ওয়ানডে ও ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা।

আসছে ২১ অক্টোবর ঢাকায় হবে প্রথম ওয়ানডে। এরপর বন্দরনগরী চট্টগ্রামে চলে যাবে দুই দল। সেখানে ২৪ ও ২৬ অক্টোবর ওয়ানডে সিরিজের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে তারা।

সীমিত ওভারের সিরিজ শেষে ‘চায়ের দেশ’ সিলেট যাবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। আসছে ৩ নভেম্বর সেখানে শুরু হবে প্রথম টেস্ট।

এই ম্যাচ শেষ করে ঢাকায় ফিরবে উভয় দল। ১১ নভেম্বর রাজধানীতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রতিটি ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। আর টেস্ট খেলা প্রতিদিন শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

এ জাতীয় আরও খবর

চিটাগাং ভাইকিংসের আইকন মুশফিক, থাকছেন আরও চারজন তারকা ক্রিকেটার

‘এখন নুপূর আমার স্ত্রী, রবিবার থেকে আবার তোমার…’

এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে বাংলাদেশ

‘অবশ্যই আর্জেন্টিনার হয়ে খেলবেন মেসি’

ডিবিএলই থাকছে চিটাগাংয়ের মালিকানায়

ঘটনা ৩ বছর আগের; লিটন দাসকে নিয়ে ফেসবুকে তোলপাড়

এখনও আসল খেলা দেখাইনি : নেইমার

আঙুলের চিকিৎসায় অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব

পাকিস্তানের কাছে ৩০ রানে অলআউট বাংলাদেশ