আখাউড়ায় ক্ষোভ-হতাশায় এক ব্যক্তির আত্মহত্যা
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্ষোভ আর হতাশায় পড়ে জাকির হোসেন (২২) নামক এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে জানা যায়। আজ বুধবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামে নিজ ঘরের ভুতির সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সে।
পরিবার ও স্হানীয়রা জানায়, বিদেশে যাওয়ার জন্য পরিচিত বাবুল ও দুলাল নামক দুই লোককে টাকা দিয়েছিলেন আত্মহত্যা করে নিহত জাকির।আশা করেছিল আয়-রোজগার করে পরিবারের দু:খ-কষ্ট ঘুচাবে, ধার -দেনা মিটাবে।পুরো প্রস্তুতি নিয়ে বিদেশ পাঠানোর কয়েকটি তারিখও নির্ধারণ করে হঠাৎ সে তারিখ পরির্বতন করেন। আবার নতুন তারিখের আশায় অপেক্ষায় থাকে জাকির হোসেন। এভাবে আজ কাল বলে প্রায় দুই বছর কেটে যায়। এনিয়ে চরম হতাশায় ভুগছিলেন জাকির হোসেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।