রবিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০১৮ ইং ১৫ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

কুয়েতে জাতীয় ব্যাংকের ৬২তলা বিশিষ্ট নতুন কার্যালয়ে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের জাতীয় ব্যাংকের(এনবিকে) নির্মাণাধীন ৬২তলা বিশিষ্ট নতুন প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে একটি টুইট বার্তায় জানায় ব্যাংকটি।

টুইট বার্তায় বলা হয়, এনবিকে’তে লাগা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে কুয়েত ফায়ার সার্ভিস ডিরেক্টরেট। কোনও ধরনের হতাহতের ঘটনা ছাড়া রেকর্ড সময়ের মধ্যেই প্রায় আড়াই হাজারেরও বেশি কর্মীকে সরিয়ে নেয়া হয়।

আরেকটি টুইট বার্তায় বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত সাড়া দেয়ায় কুয়েত ফায়ার ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস’কে ধন্যবাদ জানাচ্ছে এনবিকে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্যরা দ্রুততম সময়ের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায়। তারা যতদ্রুত সম্ভব সেখান থেকে লোকজনকে সরাতে থাকে এবং আগুন যেন আর ছড়াতে না পারে সেই চেষ্টা করতে থাকে।